নির্বাচন করব নিশ্চিত। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রোববার (৯ নভেম্বর) ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
কোনো দলে যোগ দিচ্ছেন কি না জানতে চাইলে আসিফ বলেন, ‘কোনো দলে যোগ দেব কি না তা নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি এখনো।’
এ সময় কবে পদত্যাগ করছেন সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘দুইবার যেহেতু ভোট দিতে পারিনি, আগামীতে ধানমন্ডিতেই থাকার ইচ্ছা। সে কারণেই ঢাকা-১০-এর ভোটার হওয়া।’
ঢাকা-১০ নির্বাচনি আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানাকে অন্তর্ভুক্ত করে। বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে ঘোষণা করেছে।
এর আগে কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন আসিফ মাহমুদ। সে আসন থেকেও তিনি নির্বাচন করতে পারতেন, এমন আলোচনা চলেছিল। সম্প্রতি গুঞ্জন তৈরি হয় যে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি সরকারি পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন। বিএনপির প্রার্থী না ঘোষণা করায় এই গুঞ্জন আরও জোরালো হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ। আন্দোলনের সময় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি সংশোধনের বিষয়টি তিনি ফেসবুকে ঘোষণা করেছিলেন। অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হন এবং স্নাতক শেষ করেন। ছাত্রজীবন থেকেই ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত ছিলেন। ২০২৩ সালে নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি গঠনে তিনি অন্যতম উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন।
বর্তমানে তিনি স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পলিসি অ্যান্ড গভর্ন্যান্সে স্নাতকোত্তর করছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন