প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশি-বিদেশি কোনো শক্তিই তা বাধাগ্রস্ত করতে পারবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, পাশাপাশি জামায়াতও বিভিন্ন আসনে প্রার্থী দিচ্ছে। তিনি দাবি করেন, এবারের নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও ইতিহাসের সেরা নির্বাচন হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেভাবে উৎসবমুখর নির্বাচন হয়েছে, এবারও তেমন পরিবেশ থাকবে। ছেলে-মেয়ে, বাবা-মা সবাই ভোটকেন্দ্রে যাবে, গ্রামাঞ্চলেও নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হবে।’
প্রেস সচিব আরও জানান, রাজনৈতিক আলোচনায় মতপার্থক্য থাকলেও তা গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে না। গত ৯ মাস ধরে ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন দল সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নিয়েছে। শিগগিরই বড় বিরোধগুলো কাটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
১৩ নভেম্বরকে ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে তিনি বলেন, দেশজুড়ে সাতটি বাসে আগুন দেওয়া হয়েছে। ডেমরা এলাকায় হাতেনাতে এক ব্যক্তিকে ধরা হয়েছে, যার বাড়ি গোপালগঞ্জে। ময়মনসিংহেও বাসে আগুন দিয়ে এক চালককে হত্যা করা হয়েছে। এসব ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন তিনি।
তিনি বলেন, ‘এ কার্যক্রম প্রমাণ করে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ। তাদের চরিত্র সন্ত্রাসী।’
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন, ওসি হিলাল উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন