বিজয় দিবস-২০২৫ উদযাপনকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা অস্থিরতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মামলার রায়ের পরও বা বিজয় দিবস উদযাপনে কোনো অস্থিরতার আশঙ্কা নেই এবং এবারের কর্মসূচি আগের চেয়ে আরও বেশি হবে। তবে, গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না।
একই অনুষ্ঠানে, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার বিষয়ে প্রশ্নে তিনি জানান, বিষয়টি তার জানা ছিল না এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন