রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেছেন, পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ।
শনিবার (২২ নভেম্বর) বংশালের বিভিন্ন ভবন পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান, পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করেই নতুন পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় তিনি বিভিন্ন ভবনের সামনে থাকা অবৈধ তাবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দেন। এ ছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কসাইটুলীর একটি ভবনের নকশা সাত দিনের মধ্যে জমা না দিলে তা সিলগালা করা হবে।
রাজউক চেয়ারম্যান বলেন, এক কাঠার কম জমিতে কোনো প্ল্যান অনুমোদন দেওয়া হবে না। যেসব নির্মাণ জোরপূর্বক হচ্ছে, তাদের মিটার কেটে দেওয়া হচ্ছে। কেউ কেউ চোরাই মিটার বা জেনারেটর ব্যবহার করে কাজ চালাচ্ছেন।
তিনি পুরাতন ও উঁচু ভবন একসঙ্গে ভেঙে নতুন ভবন নির্মাণের পরামর্শ দেন। এতে আপাত ক্ষতি থাকলেও ভবনের উচ্চতা ও সুযোগ–সুবিধার কারণে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।
এদিকে শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীতে ভূমিকম্পে বিভিন্ন স্থাপনা ভেঙে বা হেলে পড়েছে। কসাইটুলীতে রেলিং ধসের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে; সারা দেশে মোট ১০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৫০০-এর বেশি মানুষ, যাদের মধ্যে ১৬৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ১৬ জনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন