আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে গণভোট। এরই মধ্যে ‘গণভোট অধ্যাদেশ ২০২৫’ জারি করা হয়েছে। এবার গণভোট নিয়ে আটটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (২৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে গণভোট নিয়ে এসব গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।
গণভোট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রূপালী বাংলাদেশের পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো:
১. জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই কেন্দ্রে একসঙ্গে অনুষ্ঠিত হবে।
২. সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত করা ভোটার তালিকাই হবে গণভোটের তালিকা।
৩. দুই ভোটের সময়সীমা একই থাকবে অর্থাৎ একই সময়ে দুই ভোট শুরু ও শেষ হবে।
৪. জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা দুটি ভিন্ন রঙের ব্যালট বাক্স ও ব্যালট পেপার থাকবে।
৫. নির্বাচন-সংশ্লিষ্ট সব কর্মকর্তা দুই ভোটের দায়িত্বেই নিয়োজিত থাকবেন।
৬. গণভোটে একটি প্রশ্ন থাকবে। সম্মতি জ্ঞাপন করলে 'হ্যাঁ'-তে, না হলে 'না'-তে সিল দিতে হবে।
৭. প্রবাসীরা পোস্টাল ব্যালটে গণভোটে অংশ নিতে পারবেন।
৮. একই সময়ে দুই ভোটের গণনা চলবে। জাতীয় নির্বাচনের ভোট গণনাপদ্ধতির মতোই গণভোট গণনা চলবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন