পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, সরকার বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা, নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে। ফলে হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, যাতায়াতের সুবিধা এবং প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার প্রক্রিয়া আরও সহজ হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের ঘোষণা দেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
তিনি জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়। সভায় জাতির প্রতি তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বানও জানানো হয়।
পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের ভেতরে তার নির্বিঘ্ন চিকিৎসা, উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে নেওয়ার পরিকল্পনা, সর্বোচ্চ নিরাপত্তা জোরদার এবং মর্যাদা নিশ্চিত করতে তাকে ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, এই সিদ্ধান্ত সম্পর্কে খালেদা জিয়ার পরিবার ও দলকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন