আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তপশিল ঘোষণা হতে পারে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিটিভি ও বেতারকে চিঠি দিচ্ছে ইসি সচিবালয়। ভাষণের মাধ্যমেই তপশিল ঘোষণা হবে। ১০ ডিসেম্বরও হতে পারে, তবে ১১ ডিসেম্বরের মধ্যে তপশিল দিতেই হবে।’
ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তপশিলসংক্রান্ত ভাষণ রেকর্ড করবেন। রেকর্ডিং শেষে একই দিন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ প্রচার করা হতে পারে। তবে কোনো কারণে বুধবার ঘোষণা সম্ভব না হলে বৃহস্পতিবার তা নিশ্চিতভাবে জানানো হবে।
তপশিল ঘোষণার ভাষণে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা এবং নির্বাচনি আচরণবিধি পালনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম ভোটের অভিজ্ঞতা নিতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। প্রথম ধাপেই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন দিয়ে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে যাচ্ছে এ কমিশন।
তপশিলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন ধার্য করা হতে পারে বলে জানা গেছে। তপশিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।



