‘আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি’ এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
বৈঠকে নির্বাচনে বিচার বিভাগের সহযোগিতা চান সিইসি নাসির উদ্দিন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে।
এর আগে দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে পৌঁছান সিইসি। নির্বাচনি তপশিল ঘোষণার প্রাক্কালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করার রেওয়াজ থাকলেও এবার সিইসি একাই যান, সঙ্গে ছিলেন তার সচিব।
জানা গেছে, সীমানা সংক্রান্ত মামলা ছাড়াও তপশিল ঘোষণার পর কোনো রিট যাতে নির্বাচনি কাজকে বাধাগ্রস্ত না করতে পারে সেসব বিষয়ে কথা হয়েছে। এ ছাড়াও সিইসি নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয় নিয়েও কথা বলেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ চূড়ান্ত হয়েছে। জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তপশিল ঘোষণা করা হতে পারে।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, সিইসির ভাষণ ধারণ এবং সম্প্রচারের জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তপশিল ঘোষণার কাউন্টডাউন শুরুর সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন এখন পুরোপুরি প্রস্তুত, আর সেই বাস্তবতায় সিইসির মন্তব্য ‘আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি।’


