বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


জুবায়ের দুখু

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ১১:৪৭ এএম

এনসিপি না গণঅধিকার, কোথায় যাবেন আসিফ?

জুবায়ের দুখু

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ১১:৪৭ এএম

আসিফ মাহমুদ ভুঁইয়া। ছবি- সংগৃহীত

আসিফ মাহমুদ ভুঁইয়া। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন ছাত্র-জনতার প্রতিনিধি হিসেবে মনোনীত ক্রিয়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া। তিনি জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার উদ্দেশ্যেই এই পদত্যাগ। তবে কোন দল ও কোন আসন থেকে নির্বাচন করবেন- সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে এদিন সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসন বা দল থেকে নির্বাচন করব, সেটা পরে জানানো হবে।’

তিনি উপদেষ্টা পদে থেকেই নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং গত সেপ্টেম্বরেই পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা পদে থেকেই নির্বাচন করা যায় না- এই নির্দেশনা মেনেই তার পদত্যাগ।

এদিকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, বুধবার সন্ধ্যায় নির্বাচনের তপশিল ঘোষণা হতে পারে। তবে পরে সিইসি এ এম এম নাসির উদ্দিন নিশ্চিত করেন যে, আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করা হবে।

দল-আসন নিয়ে রহস্য

নির্বাচন যত ঘনিয়ে আসছে, আসিফ মাহমুদের রাজনৈতিক অবস্থান নিয়ে তত জটিলতা বাড়ছে। তিনি জানিয়েছেন, ঢাকাতেই নির্বাচন করবেন। ধানমন্ডিতে তার ভোটার স্থানান্তর সম্পন্ন হওয়ায় সেই সম্ভাবনা আরও স্পষ্ট হয়েছে।

এদিকে এনসিপি এখনো ঢাকা-১০ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি, ফলে ধারণা করা হচ্ছে- আসিফ মাহমুদ দলটিতে যোগ দিতে পারেন। তবে এ বিষয়ে তিনি এখনো নীরব রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিএনপিতে যোগদানের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। তবে বিএনপি এরই মধ্যে ঢাকা-১০ আসনে নিজের প্রার্থী শেখ রবিউল আলমের নাম ঘোষণা করেছে। একই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট জসীম উদ্দিন।

অন্যদিকে, গতকাল এক ফোনালাপে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান জানান, আসিফ মাহমুদ পুনরায় দলটিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘তিনি আগেও আমাদের সঙ্গে ছিলেন। নেতৃত্ব পর্যায়ে তাকে ফেরানোর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

রাশেদের এমন মন্তব্যের পরপরই গতকাল রাতে এনসিপির একটি সূত্র জানিয়েছে, নবগঠিত দলটিতেই যোগ দিচ্ছেন অভ্যুত্থান আন্দোলনের শীর্ষস্থানীয় ছাত্রনেতা আসিফ মাহমুদ।

এনসিপির ওই সূত্র আরও জানায়, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকেই নির্বাচন করবেন। দল গোছাতে তিনি এরই মধ্যে কাজ শুরু করেছেন এবং ধানমন্ডি, নিউমার্কেট, হাজারীবাগ ও কলাবাগান থানাভুক্ত এলাকায় এনসিপির কমিটিতে তার অনুসারীদের প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চলছে।

তবে এসব গুঞ্জন কেবল ধোঁয়াশা সৃষ্টি করছে বলে ধারণা করছেন রাজনীতি বিশ্লেষকরা। কেননা পদত্যাগপত্র জমা দেওয়ার পর আসিফ মাহমুদ জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন; তবে কোন দল থেকে প্রার্থী হবেন, সেটি এখনো নির্ধারিত হয়নি।

Link copied!