ট্রাম্পের বহুদিনের প্রতিশ্রুত ‘গোল্ড কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে; যাতে বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের সুযোগ মিলবে। এ কর্মসূচি ১৯৯০ দশকের ইবি-ফাইভ ভিসাকে প্রতিস্থাপন করবে। বিদেশি বিনিয়োগে উৎসাহ দিতে সেই ভিসা চালু করা হয়েছিল, যাতে ১০ লাখ ডলার বিনিয়োগের মাধ্যমে অন্তত ১০ জনের কর্মসংস্থানের শর্ত ছিল।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড লিখেছে, মার্কিন নাগরিকত্ব পাওয়ার এ পথে ব্যক্তির ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে ১০ লাখ ডলার; তবে কোনো কোম্পানি মনোনীত ব্যক্তির ক্ষেত্রে এর পরিমাণ হবে দ্বিগুণ।বুধবার (১০ ডিসেম্বর) হোয়াইট হাউসে ব্যবসায়িক নেতাদের সঙ্গে নিয়ে ট্রাম্প যখন এই কর্মসূচি চালু করেন, তখনই আবেদনসংক্রান্ত বিশেষ ওয়েবসাইট চালু হয়।
ট্রাম্প বলছেন, তার দেখানো মডেল বিনিয়োগ আকর্ষণের পাশপাশি ‘শীর্ষ মেধাবীদের’ পাওয়ার পথ খুলে দেবে। আর মার্কিন ট্রেজারিতে আনবে উল্লেখযোগ্য রাজস্ব।
এর আগে তিনি এই কার্ডের জন্য বিনিয়োগের পরিমাণ ৫০ লাখ ডলারের প্রস্তাব করেছিলেন, তবে শেষ পর্যন্ত বর্তমান পরিমাণ ঠিক করেন।
তিনি বলেন, ‘এ কর্মসূচির আওতায় পাওয়া সব অর্থ যাবে মার্কিন সরকারের কাছে। আদতে এটি একটি গ্রিন কার্ড, তবে অনেক ভালো। অনেক বেশি শক্তিশালী, অনেক শক্তিশালী পথ খুলে দেবে।’
তবে বিদ্যমান ইবি-ফাইভ ব্যবস্থার মতো কর্মসংস্থান সৃষ্টি বা কোম্পানির কার্ডধারীর সংখ্যার সীমার ব্যাপারে কোনো শর্তের কথা বলেননি ট্রাম্প। তার বদলে তিনি বলেছেন, কোম্পানিগুলো অভিযোগ করছে, ভিসা অনিশ্চয়তার কারণে তারা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে অসাধারণ কৃতিত্ব দেখানো গ্রাজুয়েটদের ধরে রাখতে পারছে না।
বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, প্রতিটি আবেদনে ১৫ হাজার ডলারের যাচাইকরণ ফি থাকবে। তার ভাষ্য, ‘যাচাই প্রক্রিয়াই নিশ্চিত করবে যে, ‘এই মানুষরা আমেরিকায় থাকার জন্য পুরোপুরি যোগ্য।’
বর্তমান গ্রিন কার্ডধারীরা ‘গড় আমেরিকানদের তুলনায় কম আয় করে’ মন্তব্য করে লুটনিক বলেন, মার্কিন অভিবাসনকে ধনী এবং উচ্চ দক্ষতার প্রার্থীদের দিকে নিয়ে যেতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। ‘বিনিয়োগের বিনিময়ে অভিবাসন কর্মসূচিকে’ অনেক দেশেই ‘গোল্ডেন ভিসা’ বলা হয়, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য, স্পেন, মাল্টা, কানাডা ও অস্ট্রেলিয়া।
চীন, ভারত ও ফ্রান্সের ধনী গ্রাজুয়েটরা এই কর্মসূচির সুবিধা পেতে পারেন জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন কিছু ‘অসাধারণ মানুষ’ পাবে। কোম্পানিগুলোও খুব খুশি হবে।




সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন