ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাল ৯ খুনের আসামি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৫:০৬ পিএম
আব্দুল মজিদ। ছবি- রূপালী বাংলাদেশ

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে ৯ মার্ডার মামলার আসামি ৬ নম্বর কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ।

সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

আব্দুল মজিদ কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে মারা যান ৯ জন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ। পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নৌকাযোগে থানার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে আব্দুল মজিদ হ্যান্ডকাপসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বানিয়াচং থানার এসআই সজিব জানান, ‘আমরা এখনও তাকে গ্রেপ্তার করার জন্য অভিযানে আছি।’