ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নেত্রকোনায় দেওয়াল ধসে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ১০:২২ পিএম
নেত্রকোনায় দেওয়াল ধসে পড়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু। ছবি- রূপালী বাংলাদেশ

নেত্রকোনায় বিএডিসির সেচ বিভাগের পরিত্যক্ত ভবন ভাঙার সময় দেওয়াল ধসে পড়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে নেত্রকোনা শহরের বিএডিসি ফার্মের মেইন সড়কের পাশে সেচ বিভাগের পুরোনো ভবন ভাঙার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেওয়ালের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করেন।

নিহতরা হলেন: নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়ার পলাশআটি গ্রামের ছাদেক মিয়ার ছেলে দিপু মিয়া (৪০), হুলুদআটি গ্রামের শামছুদ্দিনের ছেলে মো. আব্দুল হান্নান (৪০) এবং আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের মো. সালাম মিয়া (৪০)। তারা তিন জনই নির্মাণশ্রমিক ছিলেন, পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পরিত্যক্ত ভবনটি ভাঙার কাজ চলছিল নয় জন শ্রমিকের মাধ্যমে। হঠাৎ একটি দেওয়াল ধসে পড়লে তিন জন শ্রমিক নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।