ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নাড স্পানিয়ের।

সোমবার (১৯ আগস্ট) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এই বৈঠক হয়।

ঘন্টাব্যাপী এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আগামী নির্বাচন, দেশে থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিবের সাথে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এছাড়াও দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সুশাসন গুড গর্ভানেন্স, বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলো যেভাবে ধবংস হয়ে গেছে, এগুলোর প্রতিকার কি, কিভাবে এগুলোকে সঠিক জায়গায় আনা যায়, সেখানে তাদের কি সহযোগিতা থাকতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের কি সহযোগিতা থাকতে পারে বিশেষ করে আমাদের দেশ থেকে ইউরোপে যে রপ্তানি হয় এটা কিভাবে আমরা অব্যাহত রাখতে পারি, সেক্ষেত্রে তাদের কি করা উচিত, আর্থিকখাতে রিফর্ম কি করা যায়, দেশ অর্থনৈতিকভাবে কিভাবে আবার ঘুরে দাঁড়াতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।