দৈনিক রূপালী বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন দেশের অন্যতম অনুসন্ধানী সাংবাদিক ও বিশিষ্ট ক্রাইম রিপোর্টার পারভেজ খান।
মঙ্গলবার (১ জুলাই) তার হাতে নিয়োগপত্র তুলে দেন ভারপ্রাপ্ত সম্পাদক করিম আহমদ। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সাবেক সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সহসভাপতি পারভেজ খান দেশে অনুসন্ধানী সাংবাদিকতার পথিকৃৎ।
মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ স্লোগান ধারণ করা রূপালী বাংলাদেশে মঙ্গলবার যোগদান করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মীরা।
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান পরিপ্রেক্ষিত দিয়ে টেলিভিশন সাংবাদিকতা শুরু করা পারভেজ খান সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভির তালাশ টিমের প্রধান ছিলেন। এনটিভির ক্রাইম ওয়াচের প্রযোজক ও অনুসন্ধানী সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের বার্তা সম্পাদক ও অপরাধ বিভাগের দায়িত্ব পালন করেছেন।
পারভেজ খান মূলত দৈনিক ভোরের কাগজের অপরাধ প্রতিবেদক হিসেবে তার অনুসন্ধানী সাংবাদিকতা শুরু করেন। দৈনিক প্রথম আলোর প্রধান অপরাধ প্রতিবেদক, দৈনিক কালের কণ্ঠের ডেপুটি এডিটর ছিলেন। ক্র্যাবের তিনবার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদক এবং ডিআরইউর দুইবার সহসভাপতি ছিলেন পারভেজ খান।