ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি ভারত কমিটমেন্ট রাখেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি`র প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে সদ্য যুক্ত হোনমেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। তাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন মহাসচিবসহ। এসময় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে সরকারের পতন হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ভারত আশ্রয় দিয়েছে।এখন ভারতে বসে এই বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে। তবে দেশের মানুষ শেখ হাসিনার অপরাধ খাটো করে দেখে না। গত ১৫ বছরে গণতন্ত্র ধ্বংস করেছে, মানবাধিকার, আইনের শাসন ভুলুণ্ঠিত করেছে। ১৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছে, ১০০ মিলিয়ন ডলার পাচার করেছে। গণতন্ত্রের প্রতি ভারত তার কমিটমেন্ট রক্ষা করেনি ।
ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আইনানুগ ভাবে এখন শেখ হাসিনাকে ফেরত দিয়ে আইনের হাতে সোপর্দ করুন, প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে।
বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধান কাজ নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তবে জঞ্জাল দূর করতে কিছু সময় দেয়া দরকার। সব সংস্কার করে এরপর নির্বাচনের আয়োজন করবেন আশা করছি।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ১১দিনে যে কাজ করেছে তা প্রশংসার যোগ্য। অবশ্যই স্থীর হয়ে আরও কাজ করবেন।
এ সময় নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন,আগামী দিনে বিএনপি দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
হাফিজ বলেন, ডক্টর ইউনূস ও সরকারকে সর্বোতভাবে সহায়তা করবে বিএনপি। ১৬ বছর আগে বিএনপি সরকারবিরোধী আন্দোলন শুরু করেছিল, ছাত্ররা সেটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। বিএনপিসহ ছাত্র জনতা সম্মিলিতভাবে এগিয়ে নেবে দেশকে।
তিনি বলেন, আগষ্ট বিপ্লবে শেষ পর্যায়ে সেনাবাহিনী অগ্রণী ভূমিকা রেখেছে। ধন্যবাদ, আগামীতেও কোনো স্বৈরাচার যেন স্থান না নিতে পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।
স্থায়ী কমিটির নবনিযুক্ত আরেক সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন,যে দায়িত্ব দিয়েছেন আগামী দিনে সঠিকভাবে পালন করা হবে।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে যেয়ে যারা গুম হয়েছে তাদের খুঁজে বের করা হবে। অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গেছে। নতুনভাবে মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছে।
জাহিদ বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে সকল দল একমত । যত দ্রুত সম্ভব সংস্কার করে জনগণের সরকার গঠন করার ব্যবস্থা করতে হবে। প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে।
তিনি বলেন, এবারের স্বৈরাচারের পতন থেকে শিক্ষা নিতে হবে সজাগ থাকতে হবে, ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না হয়।
আপনার মতামত লিখুন :