জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে জানতে বিকালে নির্বাচন কমিশনের (ইসি) সাথে আনুষ্ঠানিক বৈঠক বসছে বিএনপি। বিকাল সাড়ে তিনটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের সদস্যের প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে যাবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন- স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘আমরা বিকাল সাড়ে তিনটায় নির্বাচন কমিশনে যাবো এবং তাদের সাথে মতবিনিময় করব।”
নির্বাচন কমিশনে যাওয়ার উদ্দেশ্যে জানিয়ে তিনি বলেন, ‘‘জাতীয় নির্বাচনের প্রস্তুতি কোন পর্যায় আছে, এ বিষয়ে কমিশন কি করছে, তা জানতেই আমাদের এই সেখানে যাওয়া। নির্বাচনী আইনের সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা গোটা কমিশনের সাথে কথা বলব। নির্বাচন নিয়ে আমাদেরও দলের কিছু প্রস্তাব রয়েছে সেগুলোও আমরা কমিশনকে জানাব।”
গত ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের পর এটি বিএনপির প্রথম বৈঠক।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘বর্তমানে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের কাজ প্রায় সমাপ্ত করে এনেছে। আমাদের কাছে তালিকা আছে। মার্চের ২ তারিখের মধ্যে একটা পরিস্কার ভোটার তালিকা প্রণয়ন হয়ে যাবে। এরপর শুনানি আপত্তি চলবে, সেটা ধারাবাহিক প্রসেস এবং সেটাও মাস দুই একের ভেতরে হয়ে যাবে। সেই প্রজ্ঞাপনও আমরা পেয়েছি নির্বাচন কমিশন থেকে…।”
তিনি বলেন, “ডিলিমিটেশন সময়মত হবে এবং অন্যান্য নির্বাচনী কার্য্ক্রম যেগুলো আছে আইনি সংস্কার ছাড়া সেগুলো খুব বেশি সময় নেয়ার কথা নয়। অতীত অভিজ্ঞায় আমাদের জানা আছে, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের কত সময় দরকার।”
বিএনপি এ বছরের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচন চায়। ইতোমধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে জনমত গড়ে তুলতে বিএনপি সারাদেশের ৬৪টি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। তার অংশ হিসেবে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসতে যাচ্ছে।
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরদিন অর্থাৎ সোমবার বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করবেন। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘সোমবার আমরা প্রধান উপদেষ্টার সাথেও দেখা করব।”

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন