প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। বৈঠকটি প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করার জন্য অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল রোববার এক বক্তব্যে জানিয়েছেন, বৈঠকে জাতীয় নির্বাচনের বিষয়টি তুলে ধরা হবে। কারণ এই নির্বাচনের বিষয়টি ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে কোন কোন নেতা উপস্থিত থাকবেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তুলে ধরার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার বার্তা দেওয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় এবং এর পরপরই দলটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন