জামায়াত নেতা আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। আর যদি তাকে মুক্তি না দেওয়া হয়, তবে সরকারের কাছে নিজেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আর্জি জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবি জানান তিনি।
শফিকুর রহমান বলেন, আজহারুল ইসলাম এখনও কারাগারে রয়েছেন, যদিও তিনি আওয়ামী লীগের শাসনামলে জুলুমের শিকার হয়েছেন। পরিবর্তিত বাংলাদেশে এখনও জুলুমের বোঝা ঘাড় থেকে নামেনি। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক এবং এটি পরিবর্তনের সময় এসেছে।
পথসভায় জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, জেলা আমির অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাশেমী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন