আগমী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দু’টি গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এ দু’টি আসন হলো- ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ ও মুগদা থানাধীন এলাকা) এবং ঢাকা-১১ (রামপুরা-বাড্ডা ও ভাটারা থানাধীন এলাকা)।
এনসিপি’র বেশ কয়েকজন শীর্ষ নেতা-কর্মী এ বিষয়টি নিশ্চিত করছে।
উল্লেখ্য, দেশের উদ্ভুত রাজনৈতিক পরিস্থির মধ্যে কিছুদিন আগেই নতুন দলগঠন করে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।
দল গঠনের পর থেকেই আগামী নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করেছে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই মধ্যে এনসিপির কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ নেতাই নিজ নিজ আসন কেন্দ্র করে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এনসিপির একাধিক দায়িত্বশীল নেতা এরই মধ্যে নিশ্চিত করেছেন, আসন্ন নির্বাচনে জোটবদ্ধ না হয়ে এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে দলটি। তবে সেই বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বলেও জানায় তারা।
সূত্র বলছে, রমজান মাসের মধ্যেই নিজেদের ঘর গোছানোর কাজ শেষ করতে চায় এনসিপি। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের পরিকল্পনাও সাজাচ্ছে দেশের রাজনীতিতে নবাগত দলটি।
এরই মধ্যে দলের সম্ভাব্য প্রার্থীরা দৌড়-ঝাঁপ শুরু করেছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে বিএনপি এবং জামায়াত প্রার্থীদের চ্যালেঞ্চ ছুড়ে দেওয়ার পরিকল্পনাও করছে তারা। তবে শেষ পর্যন্ত তাদের এই পরিকল্পনা কতটুকু সফল হবে সেটিই দেখার বিষয়।
তবে আসন্ন নির্বাচনের প্রস্তুতি হিসেবে নিজ নিজ এলাকায় জনসাধারণের কাছে ছুটে যাচ্ছে নবাগত দলটির নেতাকর্মীরা। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তারা।
উল্লেখ্য, ঈদের পর জেলা এবং বিভাগীয় সমাবেশের মাধ্যমে সাংগঠনিক ও নির্বাচনী মাঠ পোক্ত করা শুরু করবে দলটি। সে সময় সম্ভাব্য প্রার্থীদেরও পরিচয় করিয়ে দিতে পারে দলটি।
আপনার মতামত লিখুন :