গণজাগরণ মঞ্চের (শাহবাগী) কতিপয় নেতাকর্মীর আবির্ভাব কোনোভাবেই বরদাস্ত করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক হোসেন ওই স্ট্যাটাসে আরও লিখেছেন, এই মঞ্চের মাধ্যমে জুডিসিয়াল কিলিং, বাংলাদেশের আলেম সমাজের ওপর নির্মম নির্যাতন, ২০১৪ সালে খুনি হাসিনার ক্ষমতা দখল এবং বিএনপিসহ বিরোধী দলমত দমনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ পরবর্তী ১০ বছর ফ্যাসিবাদী শাসন কায়েমের ভিত গড়ে তোলা হয়েছিল।
সবশেষে তিনি লিখেছেন, এদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার বিকল্প অন্তর্বর্তীকালীন সরকারের নেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে হাজার হাজার পাঠক মন্তব্য করেছেন।
মোহাম্মদ সজল ইসলাম নামে একজন লিখেছেন, ভালো লাগলো কথাগুলো। কাওসার আহম্মেদ লিখেছেন, জুলাইয়ের বাংলায়, শাহবাগের ঠাঁই নাই। ওয়াসিম আকন্দ লিখেছেন, শাহবাগী হঠাও, দেশ বাঁচাও। মোহাম্মদ মোস্তাফা কামাল নামে আরেকজন লিখেছেন, শাহবাগী আস্ফালন বন্ধ করতে হবে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন