নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচারের দোসর ও ষড়যন্ত্রকারীরা বসে আছে। তারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় আমাদের সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
সোমবার (২৪ মার্চ) দিনব্যাপী ঢাকা মহানগর উত্তরের পল্লবী ও আদাবর থানার পাঁচটি স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। পাশাপাশি রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।
এ সময় আমিনুল হক বলেন, ‘গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে না। গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত একটি নির্বাচন নিশ্চিত করা, যাতে জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরে যায়। কারণ, নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা স্বৈরাচার শেখ হাসিনার শাসন থেকে মুক্ত হয়েছি, কিন্তু সম্পূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। দেশে যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হতে পারে, সে জন্য স্বৈরাচারীরা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গত দেড় যুগ ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, অথচ তারা ভোট দিতে চায়। কিন্তু ষড়যন্ত্রকারীরা ও স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে প্রবেশ করে নির্বাচন না দেওয়ার পরামর্শ দিচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা চাই, এই অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। জনগণের এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিএনপি শুধুমাত্র ভোটের জন্য রাজনীতি করে না। জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়েই বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে। কারণ, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সেই জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে চায়।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন