আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সব আসনে একক প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
এনসিপি সদ্য যাত্রা শুরু করলেও দলটির প্রতি গণমানুষের সমর্থন রয়েছে বলেও দাবি করেছেন এই নেতা।
রংপুরে বেসরকারি একটি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব দাবি করেন।
নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সঠিক সময়ের মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন করা হবে জানিয়ে আখতার হোসেন বলেন, ‘ইসিতে নিবন্ধিত হতে যেসব শর্ত রয়েছে- বিশেষ করে ২১টি জেলা ও ১০০টি উপজেলায় কমিটি ও অফিস থাকার যে বাধ্যবাধকতা রয়েছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই এসব শর্ত পূরণ করতে পারবো। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করবো।
এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনে (ইসি) দলের আবেদন ও মার্কার জন্য প্রস্তুতি শেষের পথে। উচ্চ আদালতের রায়ের আলোকেই কমিশনে আবেদন জমা দেয়া হবে।
এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান করা, একই সঙ্গে গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা আছে, সে ব্যাপারে সরকারকে কর্মসূচি গ্রহণ করতে হবে। সরকার যদি চাপে পড়ে সংস্কারবিহীনভাবেই দেশটিকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে অবশ্যই জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
আগামী নির্বাচনে একক প্রার্থী দেওয়ার বিষয়ে সম্প্রতি এক পথসভায় আখতার হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি বা আদর্শের মিল থাকলে দেশের স্বার্থে, যেকোনো দলের সঙ্গে জোট হতে পারে। পরিস্থিতি বুঝে জোটবদ্ধ নির্বাচন করতে এনসিপির কোনো বাধা নেই।
প্রসঙ্গত: এনসিপির হয়ে আগামী নির্বাচনে কাউনিয়া-পীরগাছা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে লড়বেন এই নেতা। এ লক্ষ্যে এলাকায় নানামুখী দৌড়ঝাঁপ চলছে তার। ঈদের নামাজের পর কাটিয়েছেন শহীদদের বাড়িতে বাড়িতে। এর আগে গত ২৭ মার্চ ৬ দিনের রংপুরে সফরে আসার সময় ভ্যান গাড়িতে গণসংযোগ করেন আখতার হোসেন।

 
                             
                                    
                                                                
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন