দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। ঢাকায় এসে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় উঠলেও জোবাইদা রহমান ধানমন্ডিতে তার বাবার বাসায় অবস্থান করবেন।
খালেদা জিয়ার জন্য সরকারি ও দলীয় নিরাপত্তা প্রটোকল আছে। তবে জুবাইদা রহমানের নিরাপত্তা দেবে পুলিশ।
রোববার (৪ এপ্রিল) জুবাইদা রহমানের নিরাপত্তা কেমন হবে তা নিয়ে আলোচনা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিরাপত্তার কারণে তার বাসা ধানমন্ডিতেও যাবে একদল পুলিশ।
৩০ এপ্রিল জুবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে চিঠি দেয় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় আছে একজন সশস্ত্র গানম্যান, গাড়িসহ পুলিশ প্রটেকশন, বাসায় পুলিশি পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপন।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার আমাদের একটি মিটিং রয়েছে। এ মিটিংয়ের মাধ্যমে নিশ্চিত হব, কীভাবে নিরাপত্তা দেওয়া হবে।’
৩০ এপ্রিল আইজিপিকে দেওয়া বিএনপির চিঠিতে বলা হয়, ‘জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা শেষে ৪ মে দেশের উদ্দেশে রওনা দেবেন। ডা. জোবাইদা রহমান তার সফরসঙ্গী হিসেবে দেশে আসবেন এবং ধানমন্ডিস্থ তার পিতার বাসায় অবস্থান করবেন। জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের সহধর্মিণী হিসেবে জোবাইদা রহমানের জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারণে তার ঢাকাস্থ বাসায় অবস্থানকালীন এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন