ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একই স্থানে বিএনপির দু’পক্ষের সভা ডাকাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় উভয়পক্ষের নেতা-কর্মীরা পৃথকভাবে মহড়া দিতে থাকলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙ্গা পৌর সদর এলাকায় এ আদেশ জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্র থেকে জানা গেছে, আলফাডাঙ্গায় বিএনপির দুটি পক্ষ সক্রিয় রয়েছে। সম্প্রতি একটি সভাকে কেন্দ্র করে সোমবার সকালে পৌর সদরের চৌরাস্তা এলাকায় একই স্থানে দু’পক্ষ পাল্টাপাল্টি সভার আহ্ববান করে।
ওই সভাকে কেন্দ্র করে সকাল থেকে দু’পক্ষের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান আলফাডাঙ্গা বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন বলেন, ‘কিছুদিন আগেও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম আলফাডাঙ্গায় আওয়ামী লীগের এক নেতাকে দিয়ে সভার সভাপতিত্ব করান। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তার পক্ষের কিছু লোক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন।’
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘ওখানকার স্থানীয় বিএনপি সভা-সমাবেশের আয়োজন করে। পরে প্রশাসন নিষেধ করলে তা স্থগিত করা হয়। খোশবুর রহমান খোকন বিএনপির কোনো লোক নয়।’
আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙ্গা পৌর সদর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা হয়েছে।’

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন