চোখের চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কবে তিনি দেশে ফিরবেন তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিএনপি ও পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা ফখরুলের চোখের সমস্যার কারণে আগামী ৬ জুন (শুক্রবার) পর্যন্ত তাকে বিমানে ভ্রমণ করতে নিষেধ করেছেন চিকিৎসক। ওইদিন তার চোখের অস্ত্রোপচারের পরবর্তী ফলোআপ নির্ধারিত রয়েছে। চিকিৎসকের অনুমতি পেলে সেদিনই তার দেশে ফেরার বিষয়টি চূড়ান্ত হতে পারে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আগামী ৬ জুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের চিকিৎসার ফলোআপ রয়েছে। চিকিৎসকের অনুমতির ওপর তার দেশে ফেরা নির্ভর করছে।’
এর আগে গত ২৭ মে মির্জা ফখরুলের বড় মেয়ে শামারুহ মির্জা গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘চোখের সমস্যার কারণে ৬ জুন পর্যন্ত বাবাকে বিমানে ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে।’
প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহা ৭ জুন অনুষ্ঠিত হবে। ফলে, ৬ জুন চিকিৎসকের অনুমতি না পেলে ঈদের আগে দেশে ফেরা সম্ভব নাও হতে পারে মির্জা ফখরুলের।
উল্লেখ্য, গত ১৩ মে ব্যাংককে চিকিৎসার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিএনপির মহাসচিব। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ঈদ করবেন। আর ঈদের আগে মির্জা ফখরুল দেশে না ফেরলে দলটির শীর্ষ দুই নেতার দেশের বাইরে ঈদ উদযাপন হবে। আর দলের চেয়ারপারসন খালেদা জিয়া বরাবরের মতো গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ করবেন।

 
                             
                                    -20250603192117.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন