বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘোষিত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়।
শুক্রবার (২৭ জুন) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, ‘সব রাজনৈতিক দল জাতীয় নির্বাচন নিয়েই আলোচনা ও প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো দল আগ্রহী নয়। এ অবস্থায় ঘোষিত সময় অনুযায়ী স্থানীয় নির্বাচন আয়োজন করা বাস্তবসম্মত নয়। নির্বাচন কমিশনের (ইসি) প্রধান দায়িত্বই হলো জাতীয় নির্বাচন আয়োজনে মনোযোগ দেওয়া।’
প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাম্প্রতিক বৈঠক নিয়েও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, ‘আমাদের ধারণা, প্রধান উপদেষ্টা ও সিইসি ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। বিএনপি মনে করে, সেপ্টেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব। হয়তো ওই বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে তার বার্তা সিইসিকে দিয়েছেন। তবে বিষয়টি তখনই স্পষ্ট হবে, যখন উভয় পক্ষ থেকে প্রকাশ্য বার্তা আসবে।’
সালাহউদ্দিন আহমদের মন্তব্যে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিএনপি এখন পুরোপুরি জাতীয় নির্বাচনের দিকেই দৃষ্টি রেখেছে এবং স্থানীয় নির্বাচনকে তারা গুরুত্ব দিচ্ছে না।


-20250627140908.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন