ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

গণঅধিকারের নতুন কর্মসূচি ঘোষণা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৪:৩৪ পিএম
বাংলাদেশ গণঅধিকার পরিষদের লোগো- সংগৃহীত

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণঅধিকার পরিষদ। দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার নির্দেশের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলটি মশাল মিছিল করবে বলে জানা গেছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানান।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে আদালত কর্তৃক ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির মিথ্যা ও হয়রানিমূলক মামলা গ্রহণের নির্দেশের প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হবে।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় পুরানা পল্টন, বিজয়নগর, আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে এই মশাল মিছিল বের হবে। গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ এই কর্মসূচির আয়োজন করছে।