বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন চেষ্টার তীব্র বিরোধিতা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
শনিবার (৫ জুলাই) ঢাকার গুলশানের জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল্লামা বাবুনগরী বলেন, ‘জাতিসংঘের নামে বাংলাদেশে ইসলামি শরিয়াহ, পারিবারিক আইন ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের ষড়যন্ত্র চলেছে। এবারও তেমন কোনো অপচেষ্টা হলে তা প্রতিহত করা হবে।’
হেফাজত আমির বলেন, ‘আল্লাহ নারী ও পুরুষকে পৃথক বৈশিষ্ট্য নিয়ে সৃষ্টি করেছেন। ইসলাম অনুমোদিত একমাত্র সম্পর্ক হলো বৈধ বিবাহ। পুরুষের সঙ্গে পুরুষ কিংবা নারীর সঙ্গে নারীর সম্পর্ক ইসলামের মৌলনীতি ও প্রকৃতির বিরোধী। এই বিকৃত পশ্চিমা ধারণাগুলো সমাজে অবাধ যৌনাচার, পারিবারিক অবক্ষয় ও নৈতিক বিপর্যয় তৈরি করে।’
তিনি আরও বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুললে দেশের জাতীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপ এবং মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে। তাই বাংলাদেশে এই কার্যালয় স্থাপন কখনোই মেনে নেওয়া হবে না।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দেশের স্বাধীনতা, ইসলামি মূল্যবোধ ও সামাজিক নৈতিকতার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে তৌহিদি জনতা প্রস্তুত রয়েছে। প্রয়োজনে কঠোর কর্মসূচি দিয়ে রাজপথে নামা হবে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমান, নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (পীরসাহেব মধুপুর), মাওলানা মাহফুজুল হক এবং মাওলানা মহিউদ্দিন রাব্বানী প্রমুখ।