নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি প্রতীক হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল ‘শাপলাকে’। কিন্তু নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় জায়গা পায়নি সেই প্রতীক। ফলে এখন সম্ভাব্য প্রতীক হিসেবে এনসিপির সামনে রয়েছে ‘কলম’ বা ‘মোবাইল ফোন’। কারণ এই দুটি প্রতীকই রয়েছে কমিশনের অনুমোদিত ১১৫টি প্রতীকের তালিকায়।
নতুন করে রাজনৈতিক দলের প্রতীকের তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে তপশিলে থাকা ৬৯টি প্রতীকের পাশাপাশি আরও ৪৬টি প্রতীক যুক্ত করা হয়েছে। তবে এই নতুন তালিকায় স্থান পায়নি আলোচিত প্রতীক ‘শাপলা’।
যার কারণে শাপলা প্রতীকটি কোনো দলকেই বরাদ্দ দেওয়া হচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এই সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট ও প্রহসনমূলক আখ্যা দিয়ে জানিয়েছে, তারা বিষয়টি রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবিলা করবে।
ইসির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতীকের তালিকা হালনাগাদে প্রাথমিকভাবে ১৫০টি প্রতীক নির্ধারণ করেছিল কমিশনের কমিটি। কিন্তু কমিশন তা থেকে বাছাই করে ১১৫টি প্রতীককে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় এবং সেগুলো আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। এই তালিকায় ‘শাপলা’ স্থান পায়নি।
উল্লেখ্য, চলতি বছরের ২০ জুন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে এনসিপি। দলটি তাদের পছন্দের প্রতীকের তালিকায় শীর্ষে রেখেছিল শাপলা। পাশাপাশি কলম ও মোবাইল ফোন প্রতীককেও প্রাধান্য দিয়েছিল। তবে ইসির তালিকায় থাকা ১১৫টি প্রতীকের মধ্যে কলম ও মোবাইল ফোন রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, দলীয় প্রতীক হিসেবে এনসিপি পেতে পারে এই দুইয়ের যেকোনো একটি।
এনসিপি নেতারা বলছেন, তাদের ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ কর্মসূচির আওতায় এই তিন প্রতীক, শাপলা, কলম ও মোবাইল ফোন, যা জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সেই কারণেই তারা এই প্রতীকগুলো নির্বাচন কমিশনে প্রস্তাব করেছিলেন। তবে শাপলা প্রতীক তালিকাভুক্ত না করায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।
নির্বাচন কমিশনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “কমিশনের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট নই। তারা কেবল গতানুগতিক ভাষায় বলেছে, এটি জাতীয় প্রতীক। অথচ শাপলা কোনো নিবন্ধিত জাতীয় প্রতীক নয়। আমরা আরও স্বচ্ছ ও নিরপেক্ষ ব্যাখ্যা চাই। এখনই কমিশনের আচরণ পক্ষপাতদুষ্ট মনে হচ্ছে।”
প্রতীক সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ রোববার সকালে বৈঠকে বসছে এনসিপি। সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম জানিয়েছেন, সকাল ১০টা ৩০ মিনিটে এনসিপিকে সময় দেওয়া হয়েছে।
গত ৯ জুলাই নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের অংশ হিসেবে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় এবং তা আইন মন্ত্রণালয়ে পাঠায়। তবে তালিকায় ছিল না শাপলা। এর আগেও ২২ জুন এনসিপি শাপলা প্রতীক দাবি করে এবং ১৭ এপ্রিল নাগরিক ঐক্য দল একই প্রতীকের জন্য আবেদন করে। উভয় দলই একাধিকবার এ নিয়ে ইসির সঙ্গে বৈঠক করেছে।
আপনার মতামত লিখুন :