সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৭:৫৫ পিএম

পাবনায় কলেজছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৭:৫৫ পিএম

পাবনা জেলা কারাগার। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনা জেলা কারাগার। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার আলোচিত একটি ধর্ষণ মামলায় নিশান উদ্দিন (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডিত নিশান উদ্দিন আমিনপুর থানার খানপুড়া পালপাড়া এলাকার নূর উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কলেজছাত্রী পাবনা মহিলা কলেজে অনার্সে অধ্যয়নরত অবস্থায় বিভিন্ন সময় প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত নিশান। একপর্যায়ে ২০২৩ সালের ২৩ জুন রাত আনুমানিক ১১টার দিকে ওই ছাত্রীকে তার বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

পরবর্তীতে বিষয়টি মেয়েটি তার পরিবারকে জানায়। তারা ছেলেটির পরিবারে বিয়ের প্রস্তাব পাঠালেও তা প্রত্যাখ্যান করা হয়। এরপর ভুক্তভোগী বাদী হয়ে আমিনপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে আমিনপুর থানার তৎকালীন এসআই শাহাদাত হোসেন ২০২৪ সালের মার্চ মাসে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষ মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন। তিনি রায়ের পর সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

আসামিপক্ষের আইনজীবী সাহাবুদ্দিন সবুজ বলেন, ‘আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আপিলের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আশা করছি।’

Shera Lather
Link copied!