গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশ শেষে পদযাত্রায় হামলার ঘটনায় দলটির শীর্ষ নেতারা এখনো নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে জুনায়েদ লেখেন, ‘সারজিস ও নাসিরের সঙ্গে কথা হয়েছে। নাহিদ, হাসনাত ও আখতারকে মেসেজ করেছি। হামলা চলছে, পরিস্থিতি খারাপ শুনেছি। এখনো সবাই নিরাপদ। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না। হামলার বিহিত করতে হবে। রাষ্ট্রে বিপ্লবী সংস্কার ছাড়া সামনে এগোনোর আর কোনো পথ নেই।’
জুনায়েদ হামলাকে চারটি বাস্তব সংকেতের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। সেগুলো হলো:
১. পুলিশ সংস্কার হয়নি, তাই পুলিশ বসে থেকে হামলা দেখছে।
২. লীগের বিচার শুরু হয়নি, তাই গোপালগঞ্জ এখনো ফ্যাসিবাদের ঘাঁটি।
৩. ইন্টেরিম সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ।
৪. সংস্কার বাদ দিয়ে রাজনীতি করার প্রতি বেশি আকর্ষণ থাকায় ৫ আগস্টের আগের পরিস্থিতিই বহাল আছে।
জুনায়েদ আরও লেখেন, ‘গণঅভ্যুত্থানকে রূপ দিতে হবে পূর্ণ বিপ্লবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে ছাত্র-জনতার আত্মত্যাগের বিপ্লবী রঙে। আমরা থামছি না ইনশাআল্লাহ।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন