চট্টগ্রামের আনোয়ারা থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারা থানার এসআই (নিরস্ত্র) শিমুল চন্দ্র দাস, এএসআই (নিরস্ত্র) নুরুল আফছার ও ফোর্সসহ বিশ্বস্ত গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত আসামির নাম আহম্মদ মিয়া তিনি আনোয়ারা উপজেলার চাতরী পশ্চিম সিংহরা গ্রামের মৃত খাইরুজ্জামানের ছেলে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ‘তার বিরুদ্ধে দায়রা নং-৬৭৯/২০১২, আনোয়ারা থানার মামলা নং-১৩(৮)১১, জিআর-১১৬/১১, ধারা ৩০২/৩৪ পেনাল কোডে আদালতে মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন