ব্লকেড উঠিয়ে রাজপথে অবস্থানের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১৬ জুলাই) নাহিদের বরাতে এ কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস লিখেছেন, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে। -নাহিদ’
এদিকে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীও ফেসবুকে লিখেছেন, ‘ব্লকেড উঠিয়ে নিন। রাজপথে অবস্থান নিন।’
এনসিপি নেতারা বলছেন, এনসিপি শান্তিপূর্ণভাবে গোপালগঞ্জ অভিমুখে পদযাত্রা করলে পরিকল্পিত হামলার মাধ্যমে তা দমন করার চেষ্টা করা হয়েছে। তবে নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না। রাজনৈতিক লড়াই অব্যাহত থাকার কথা জানিয়েছেন তারা।
অন্যদিকে গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার রাত ৮টায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচি পালন করবে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানান।
এর আগে গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনার পর জেলার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে।
এই ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেয়। সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তারা স্থানীয় ছাত্রসংগঠন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ে সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি পালন করবে।
তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্দেশ দিয়েছেন ব্লকেড কর্মসূচি উঠিয়ে রাজপথের একপাশে অবস্থান করতে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :