শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ১০:২৩ পিএম

সমাবেশে নেতাকর্মী আনতে ‘বিশেষ ট্রেন’ ভাড়া করল জামায়াত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ১০:২৩ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশে অংশগ্রহণের জন্য রাজশাহী থেকে নেতাকর্মী আনতে ট্রেন ভাড়া করেছে। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশে অংশগ্রহণের জন্য রাজশাহী থেকে নেতাকর্মী আনতে ট্রেন ভাড়া করেছে। ছবি- সংগৃহীত

আগামী শনিবার (১৯ জুলাই) ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশ নিতে রাজশাহী থেকে নেতাকর্মী আনতে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে। রেলওয়ের অনুমোদনক্রমে এই ট্রেন চলবে রাজশাহী-ঢাকা রুটে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী শনিবার (১৯ জুলাই) ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশগ্রহণের জন্য রাজশাহী থেকে নেতাকর্মী আনতে ট্রেনটি ভাড়া করেছে। 

গত মঙ্গলবার (১৫ জুলাই) পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে ট্রেন পরিচালনার অনুমোদন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী মহানগর জামায়াতের অফিস সেক্রেটারির আবেদনের প্রেক্ষিতে ১৮ জুলাই (শুক্রবার দিনগত রাত) রাজশাহী থেকে ঢাকামুখী এবং ১৯ জুলাই রাতে ঢাকা থেকে রাজশাহীগামী একটি স্পেশাল ট্রেন চালানোর অনুমোদন চাওয়া হয়। প্রস্তাবিত ট্রেনটি ৭৫৫/৭৫৬ নং মধুমতি এক্সপ্রেসের রেক ব্যবহার করে পরিচালনা করা হবে।

ট্রেনের সময়সূচি অনুযায়ী, এটি ১৯ জুলাই রাত ১টায় রাজশাহী থেকে ছেড়ে সকাল ৬টায় ঢাকা পৌঁছাবে। ফিরে আসার সময় ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে রাত ১টা ১৫ মিনিটে। যাত্রাপথে ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রা বিরতি করবে। ট্রেন চালনার জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য সরকারি পাওনা পরিশোধ করা হবে।

উল্লেখ্য, রাজনৈতিক সমাবেশে অংশ নিতে ট্রেন ভাড়ার এমন নজির খুব কম থাকলেও অতীতে আওয়ামী লীগ একবার একই রকমভাবে রাজশাহী অঞ্চলে ট্রেন ভাড়া করে সমাবেশ করেছে। তখন রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। জামায়াতের এই উদ্যোগ নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!