ঢাকা-১৭ বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা কামাল নুরুদ্দিন মোল্লা বলেছেন, বিএনপির বিরুদ্ধে বিষোদগার করতে কয়েকটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। জনসমক্ষে হেয় প্রতিপন্ন করতে মিশন নিয়ে নেমেছে। তারা আগামী নির্বাচনে জয়ী হতে অন্ধকার পথ বেছে নিয়েছে।
শুক্রবার রাজধানীর গুলশানে বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা ঘটানোর প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামাল কামাল মোল্লা বলেন, দেশে যেকোনো অপরাধ সংগঠিত হলেই জামায়াত বিএনপির উপর দায় চাপানোর অপচেষ্টা করছে। অথচ, এ দলটি দৃশ্যমান অনেক প্রতিষ্ঠান দখলে নিয়েছে তার কোনো তদন্তও হয় না, আইনশৃঙ্খলা বাহিনীও নিশ্চুপ।
তিনি বলেন, দীর্ঘ দেড় যুগ পতিত আওয়ামী স্বৈরশাসকের কারা জীবন বাজি রেখে রাজপথে ছিল? আর কারা জীবনের ভয়ে রাজপথে নামেননি? আর কোন দল একদিনের জন্য সরকার বিরোধী আন্দোলনে অংশ নেয়নি? জাতি সব জানে। আজকে তারাই নিজেদের বড় মুক্তিযোদ্ধা দাবি করছেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গুলশান ১ নং মোড় থেকে শুরু হয়ে গুলশান ২ ঘুরে বনানী বাজারে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :