ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের দাবি জামায়াতের

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০২:৪৯ পিএম
ছবি -সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৩ জুলাই) সকালে দিয়াবাড়ির নয়ানগর এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
 
নায়েবে আমির বলেন, বিমান বিধ্বস্তের এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছেন জামায়াতের আমির। 

এ ছাড়াও এখনো যেসব শিক্ষার্থী নিখোঁজ রয়েছে তাদের সন্ধান বের করে পরিবারকে বুঝিয়ে দিতে সরকারের প্রতি জোর আবেদন জানান অধ্যাপক মুজিবুর রহমান।


 
উল্লেখ্য, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে সোমবার (২১ জুলাই) দুপুরে হঠাৎ আছড়ে পড়ে বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই নামের বিমানটি। 

এ ঘটনায় আজ বুধবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু শিক্ষার্থী।