আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।
এ তালিকায় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রয়েছেন স্থানীয় পর্যায়ের নেতারাও। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি প্রাথমিক তালিকা। পরবর্তী ধাপে বাকি আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হাসান আল মামুন।
এ সময় দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী-৩, সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২, জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান ঠাকুরগাঁও-২ এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন নেত্রকোনা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া দলের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ কিশোরগঞ্জ-১, দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান টাঙ্গাইল-২, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান রংপুর-১, শহিদুল ইসলাম পটুয়াখালী-১, নুরে এরশাদ সিদ্দিকী কুড়িগ্রাম-৩, আশরাফুল বারী হবিগঞ্জ-৩, খালিদ হাসেন খুলনা-৫ এবং কবীর হোসেনকে টাঙ্গাইল-৬ আসনের জন্য প্রার্থী করা হয়েছে।
এ তালিকায় রয়েছেন: দলের সহসভাপতি ইব্রাহিম রওনক (ঢাকা-৫), গোলাম সরওয়ার খান (পাবনা-২), মোহাম্মদ জাহিদুর রহমান (মুন্সিগঞ্জ-১), শফিকুল ইসলাম (কিশোরগঞ্জ-২), মীর মো. শাহজাহান (রাজশাহী-১) ও ওয়াহেদুর রহমান (নারায়ণগঞ্জ-৩); যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার (চট্টগ্রাম-৯), আইন সম্পাদক শেখ শওকত হোসেন (ঢাকা-১৯), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসাইন (নীলফামারী-৩), শিল্প-বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগবিষয়ক সহসম্পাদক মো. ইমরান খান (পিরোজপুর-৩) এবং সদস্য জাহিদুর রহমান (সিলেট-৬) ও মহিউদ্দিন ইউসুফ (বরগুনা-১)।
তালিকায় আরও রয়েছেন: ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন (টাঙ্গাইল-৭), ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া (ঢাকা-১৩), চট্রগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক এমদাদুল হাসান (চট্রগ্রাম-১২), মানিকগঞ্জ জেলার সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস হোছাইন (মানিকগঞ্জ-১), গাইবান্ধা জেলার সহসভাপতি মো. সুরুজ্জামান (গাইবান্ধা-৩), বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ (চট্টগ্রাম-১৪) এবং সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম (সাতক্ষীরা-১)।
এ তালিকায় থাকা বাকিরা হলেন আবদুজ জাহের (নোয়াখালী-৪), আবদুর রহমান (গাজীপুর-২), আবদুল কাদের (কক্সবাজার-১), রবিউল হাসান (পটুয়াখালী-৪) এবং নাছরিন আক্তার (চট্টগ্রাম-৩)।
 

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন