পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে জড়িতদের নির্বাচনি মনোনয়ন না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা পরিবেশ ধ্বংস করবে তারা বিএনপির প্রার্থী হতে পারবে না।
শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ‘পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা: নির্বাচনি ইশতেহারে রাজনৈতিক দলের অঙ্গীকার’ শীর্ষক মেনিফেস্টো টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, শেখ হাসিনা পালানোর পর জনগণের মনে ব্যাপক পরিবর্তন এসেছে। রাজনীতিবিদদের সেই মনোভাব ধারণ করতে না পারলে, তাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই।
তিনি আরও বলেন, রাজনীতিবিদদের উচিত জনগণের চিন্তা, চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন ঘটানো।
বিএনপি পরিবেশ ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে খসরু বলেন, দেশের প্রতিটি অঞ্চলে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি প্রবাহ ঠিক রাখতে এবং জলবায়ু ভারসাম্য বজায় রাখতে এটি অত্যন্ত জরুরি। বিএনপি জনগণকে সম্পৃক্ত করে ওয়াটার ম্যানেজমেন্টে কাজ করছে।
পরিবেশ রক্ষায় দলীয় উদ্যোগ তুলে ধরে আমীর খসরু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩০ কোটি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, আমরা যেভাবে প্রকৃতির সঙ্গে বড় হয়েছি মাছ, পাখি, গাছপালা তা এখন আর নেই। এসব ফেরাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে বিএনপি। পরিবেশ সমস্যা চিহ্নিত করে বাস্তবভিত্তিক সমাধানে কাজ চলবে।
দেশের পরিবেশ ও অর্থনীতিতে তরুণ এবং অবসরপ্রাপ্ত নাগরিকদের সক্রিয় সম্পৃক্ত করতে উদ্যোগ নিচ্ছে বিএনপি, জানান তিনি। পরিবেশবান্ধব অর্থনীতি গঠনে তরুণ প্রজন্মের পাশাপাশি অভিজ্ঞদের জ্ঞান ও শ্রম ব্যবহারের কৌশল প্রণয়ন চলছে।
গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরিতে ঐক্যবদ্ধ উদ্যোগের প্রশংসা করে আমীর খসরু বলেন, আমরা এখন বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে বসে পরিবেশ, কৃষি, খাদ্য ইত্যাদি নিয়ে কথা বলছি এটাই গণতন্ত্রের সূচনা। রাজনীতির সংস্কৃতি না বদলালে শুধু সংস্কার দিয়ে কোনো লাভ হবে না।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন