জাতীয়তাবাদী ছাত্রদল আগামী আগস্ট মাসকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। জুলাই-আগস্টের ফ্যাসিবাদবিরোধী ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকায় একটি কেন্দ্রীয় ছাত্র সমাবেশ আহ্বান করেছে সংগঠনটি।
এই সমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার (২৯ জুলাই) একাধিক জরুরি সভার ডাক দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
রোববার (২৭ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ জুলাই দুপুর ২টায় ঢাকার ভাসানী ভবনে কেন্দ্রীয় সংসদের সঙ্গে ঢাকা বিভাগের সব জেলা ও মহানগর ইউনিটের ‘সুপার ফাইভ’ নেতাদের সঙ্গে একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে।
একই স্থানে ওই দিন বিকেল ৪টায় সারা দেশের (ঢাকা বিভাগ ব্যতীত) জেলা ও মহানগর ইউনিটের সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিবদের সঙ্গে আরও একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুপার ফাইভের নেতাদের সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে ২৯ জুলাই বেলা ১১টায় এবং ঢাকা কলেজ, তিতুমীর সরকারি কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সুপার ফাইভ নেতাদের সঙ্গে একই স্থানে দুপুর ১২টায় সভা অনুষ্ঠিত হবে।
ছাত্রদল জানায়, মাসব্যাপী কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নেতৃত্ব সবার সঙ্গে সরাসরি মতবিনিময় করে সাংগঠনিক প্রস্তুতি নিশ্চিত করতে চায়।

 
                             
                                    -20250727201204.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন