‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় শহরের তমালতলা মোড় থেকে এই পদযাত্রা শুরু হবে।
জানা গেছে, তমালতলা, বকুলতলা চত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে এসে পদযাত্রা শেষ হবে। এরপর ফৌজদারি মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
পথসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মঞ্চ প্রস্তুত করার পাশাপাশি বিভিন্ন ব্যানার-পোস্টার লাগানো হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পদযাত্রায় পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন শুভ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে শেরপুরে কর্মসূচি শেষ করে গতকাল রাতে জাতীয় নাগরিক পার্টির নেতারা সড়কপথে জামালপুরে এসে পৌঁছান। পরে রাতে তারা জামালপুরে হযরত শাহ জামাল (র) এর মাজার ও দয়াময়ী মন্দির পরিদর্শন করেন। আজ দুপুরে কর্মসূচি শেষে নেতারা ময়মনসিংহের উদ্দেশে রওনা হবেন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন