সংস্কারে যারা বাধা দেবে, দেশবাসী তাদের মনে রাখবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.তাসনিম জারা।
সোমবার (২৮ জুলাই) জামালপুরে জুলাই পদযাত্রায় এ মন্তব্য করেন তিনি ।
ডা.তাসনিম জারা বলেন, আপনা দের সাহসী সন্তানরা গত বছর দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল। দেশের আনাচে কানাচে তারা বুকে সাহস নিয়ে গুলির মুখে দাঁড়িয়েছিল। সেইটা শুধুমাত্র ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য না। যাতে ব্যবস্থাটা পরিবর্তন হয়, যাতে ব্যবস্থাটা রাষ্ট্রের সকল নাগরিকদের জন্য হয়। শুধুমাত্র কোনো দলের, কোনো পক্ষের বা কোনো পরিবারের স্বার্থে যাতে কাজে না লাগে, পুরো রাষ্ট্র যন্ত্র যাতে নাগরিকের অধিকার সমুন্নত রাখে। সেই লক্ষেই আমরা আপনাদের কাছ থেকেই শুনেছি জুলাই সনদ প্রয়োজন, সংস্কার প্রয়োজন।
তিনি বলেন, সংস্কার করতে যারা বাধা দেবে তাদেরকে দেশবাসী মনে রাখবে। যেই ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী নিজের নাগরিকদের গুম করেছে বিগত বছরগুলোতে খুন করেছে নির্বিচারে। সেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হতেই হবে। এবং এই অপরাধের বিচারও হতেই হবে। আমরা আর ওই ব্যবস্থায় ফেরত যাব না, যেখানে প্রধানমন্ত্রী একছত্র ক্ষমতা থাকলে যেখানে সেসকল প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে নিজের পছন্দমতো ব্যবহার করে। সেই জন্যই বার বার সংস্কারের কথা আমরা বলছি আপনারা বলছেন। এর আগেও বহুবার মানুষ রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে, কিন্ত সংস্কারের ব্যাপারে প্রতারিত হয়েছে, এইবার আমরা আর প্রতারিত হবো না।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এনসিপির অন্যান্য নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। বেলা ১১টার দিকে এনসিপি নেতারা হরিজন পল্লীর সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও শহরের জামিয়া ইনআমিয়া ইসলামিয়া কওমী মাদরাসা পরিদর্শন করেন। পরে শহরের তমালতলা মোড় থেকে জেলা ও উপজেলার নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা শুরু হয়। এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলে পদযাত্রা। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাটি বকুলতলা হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

 
                            -20250728165605.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন