জাতীয় ঐকমত্য কমিশনের হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে কোনো আলোচনা না করেই কমিশন খসড়া প্রকাশ করেছে, যা গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার (২৯ জুলাই) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপের বিরতিতে দলের অবস্থান তুলে ধরেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন।
তিনি বলেন, ‘আমরা এটির তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই যখন আলোচনা হয়নি তখন খসড়া প্রকাশের কোনো অর্থ হয় না। এই প্রক্রিয়া আমরা মেনে নিতে পারি না।’
জাভেদ রাসিন বলেন, ‘যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে সেগুলো নির্বাচনের আগেই একটি আইনগত কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে, অন্যথায় এনসিপি জুলাই সনদ গ্রহণ করবে না।’
এর আগে সোমবার (২৮ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশন অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের খসড়া হস্তান্তর করে। সেখানে দুই বছরের মধ্যে কিছু মৌলিক সংস্কার বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর লিখিত অঙ্গীকার নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
খসড়ায় সাতটি মূল বিষয় অন্তর্ভুক্ত করেছে কমিশন। চূড়ান্ত হলে এতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং কমিশনের সদস্যদের স্বাক্ষর থাকবে।
জাভেদ বলেন, ‘কমিশন বলছে, সিদ্ধান্ত গ্রহণের ছয়টি পদ্ধতির কথা তারা বিবেচনায় রেখেছে। কিন্তু সেগুলোর একটিও নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়নি। বরং হঠাৎ করেই খসড়া দিয়ে বসেছে, যা দায়িত্বজ্ঞানহীন আচরণ।’
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নির্ধারণে ‘র্যাংক চয়েস’ পদ্ধতি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল জানিয়ে তিনি আরও বলেন, ‘এই পদ্ধতিতে আজ বিচার বিভাগ থেকে আরও দুই সদস্য যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে, যারা ভোট দেবেন। আমরা এতে একমত হয়েছি। প্রায় সব দলই এতে রাজি, কেবল বিএনপি ও তাদের কিছু সহযোগী দল বাদে।’
এনসিপি নেতার ভাষ্য, ‘যেসব মৌলিক কাঠামোগত সংস্কার ছাড়া স্বৈরতান্ত্রিকতা থেকে মুক্তি সম্ভব নয় সেগুলো যদি বাস্তবায়ন না হয়, তাহলে জুলাই সনদে সই করার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
তিনি সাফ জানিয়ে দেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট আলোচনার মাধ্যমে যৌথ সিদ্ধান্ত নিতে হবে। একতরফাভাবে কিছু চাপিয়ে দিলে আমরা তা মানব না।’
 

 
                             
                                    

-20250729172309.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন