একটি স্বার্থান্বেষী মহল সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর।
মঙ্গলবার (২৯ জুলাই) ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ইসলামী আন্দোলন আয়োজিত ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের’ প্রতিবাদে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘রাজনীতি করি দেশের কল্যাণের জন্য, রাজনীতি করি মানুষের জন্য, রাজনীতি করি দেশের মানুষের কল্যাণের জন্য, এ দেশ নিয়ে ক্ষমতালোভীরা বারবার আমাদের ধোঁকা দিয়ে বোকা বানাবে আর আমরা বসে বসে দেখব- তা হতে পারে না। এর পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের একটাই আদর্শ, যার নাম হলো ইসলাম।’
তিনি বলেন, ‘চব্বিশে আমরা দেখেছিলাম ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বৈষম্যবিরোধী আওয়াজ তুলেছিল, তখন তাদের ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হলো। এত জীবন গেল, এত মানুষ পঙ্গু হওয়ার পর একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, দেশকে একটি সোনার দেশ হিসেবে তৈরি করার।’
চরমোনাই পীর বলেন, ‘ইতিমধ্যে আমরা দেখেছি একটি স্বার্থান্বেষী মহল সংস্কার ছাড়াই দ্রুত ক্ষমতায় যেতে চায়। এ দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশ নিয়ে কেউ যা ইচ্ছা তাই করবে তা, হতে দেওয়া হবে না।’
ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীমের সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমির অধ্যাপক আলী আযম মো. আবু বকর প্রমুখ।
ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ একসঙ্গে হতে শুরু করেছে। ইসলামী দলগুলোর এক হওয়া দেখে সামনে যাদের প্লেটে খাবার সাজানো রয়েছে, তাদের সহ্য হচ্ছে না। তারা পাগল হয়ে গেছে। এই পাগলদের উৎখাত করে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে।’
একাত্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘১৯৭১ সালে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গুত্ব বরণ করেছিল যে আশা ও লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে, মূলত তিনটি স্লোগানে উদ্বুদ্ধ হয়েছিল তা হলো- সাম্য, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক মর্যাদা। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে এদের কাজেকর্মে এ তিনটি কখনো দেখিনি ‘
তিনি আরও বলেন, ‘বরং পাঁচবার চোরের দিক থেকে তামাম দুনিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল। এদের পরিচয় আমরা পেয়েছি, হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। এদের পরিচয় আমরা পেয়েছি, এ দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে।’
রেজাউল করিম বলেন, ‘কিছুদিন আগে প্রথম আলো একটি রিপোর্ট করেছে, সদ্য পতিত আওয়ামী লীগের ভূমি মন্ত্রী তিনটি দেশের মধ্যে তার ৬২০টির মতো বাড়ি। যার দাম প্রায় ৫ হাজার ৭০০ কোটি টাকা। একজনের দ্বারা যদি এই পরিমাণ টাকা পাচারের ঘটনা ঘটে তাহলে অন্যরা কী করেছে তা বলার অপেক্ষা রাখে না। এদের পরিচয় আমরা পেয়েছি আয়নাঘরে। তামাম দুনিয়ার ইতিহাসে এত নির্যাতনের ইতিহাস আইয়্যামে জাহেলিয়াতসহ দুনিয়ার কোনো ইতিহাসে নেই।’
সমাবেশ থেকে ঝিনাইদহ ৩ ও ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেন চরমোনাই পীর।
আপনার মতামত লিখুন :