দেশের মানুষের স্বাধীনতা অর্জনে মানবরচিত মতবাদ দাফন করে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মুজিবুর রহমান।
শুক্রবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই-২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিবুর রহমান বলেন, জালেমের বিরুদ্ধে যারা আন্দোলন করে মৃত্যুবরণ করে, মহানবী (সা.) তাদের শহীদ বলে আখ্যায়িত করেছেন। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার পর আমাদের এখন আরেকটি স্বাধীনতা দরকার। কারণ গোলামি করে মানুষ স্বাধীনতা অর্জন করতে পারে না। তাই মানবরচিত মতবাদকে দাফন করে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে। এতে করেই ১৭ কোটি মানুষের স্বাধীনতা আসবে, সম্মান আসবে।
তিনি আরও বলেন, দেশকে যদি সত্যিকার অর্থে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে আল কোরআনের বিধানকে দেশের মাটিতে চালু করতে হবে। ব্যক্তিগত জীবন থেকে সবকিছুতেই কোরআন মেনে চলার অভ্যাস তৈরি করতে হবে। এই বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সবাইকে মজবুতভাবে এগিয়ে যেতে হবে। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, প্রয়োজনে তাদের মতো করে আমাদের জীবন দিতে হবে।
শহীদদের পিতা-মাতাকে উদ্দেশ করে তিনি বলেন, শহীদদের জন্য আজ আপনারা গৌরবান্বিত। সেই আদর্শকে লালন পালন করে আমাদের এগিয়ে যেতে হবে।
আপনার মতামত লিখুন :