নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশ শুরু হওয়ার আগেই আয়োজনস্থলে বসানো হয়েছে বড় পর্দা ও মনিটর, যেখানে জুলাই-আগস্ট গণআন্দোলনের বিভিন্ন ভিডিও প্রচার করা হচ্ছে।
সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে ধীরে ধীরে সমবেত হচ্ছেন দলটির নেতাকর্মীরা। যদিও বিকেল ৪টায় সমাবেশ শুরু হওয়ার কথা, এখনো পর্যন্ত নেতাকর্মীদের ব্যাপক ভিড় না থাকলেও সেখানে উপস্থিত হয়েছেন গণমাধ্যমকর্মীরা।
শহীদ মিনারের মূল বেদির দুই পাশে বসানো হয়েছে দুটি বড় প্রজেক্টর এবং আশপাশে আরও কয়েকটি মনিটর। এসব স্ক্রিনে এনসিপির ‘জুলাই আন্দোলন’ ও রাজনৈতিক কার্যক্রমের প্রাসঙ্গিক ভিডিও প্রদর্শিত হচ্ছে।
জয়পুরহাট থেকে আসা এনসিপি কর্মী হাসান বলেন, আজকের এই ইশতেহার হচ্ছে নতুন বাংলাদেশের সূচনা। এটি শুধু রাজনৈতিক দল নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণ নিশ্চিত করার একটি রূপরেখা।
দলটির একটি সূত্র জানিয়েছে, শহীদ মিনারের এই সমাবেশে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ২৪টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে, যেখানে পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সবকিছু নিয়ে দলটির পরিকল্পনা ইশতেহারে তুলে ধরা হবে।
আপনার মতামত লিখুন :