মধ্যপ্রাচ্যে গ্রেপ্তার হওয়া প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সঠিকভাবে অবহিত করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি দাবি করেন, জুলাই বিপ্লবের প্রতি সংহতি প্রকাশ করায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একাধিক প্রবাসী বাংলাদেশি বর্তমানে কারাবন্দি রয়েছেন। তাদের মুক্তির জন্য সরকারকে দ্রুত ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
সোমবার (৪ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতে এনসিপি-ডায়াস্পোরা অ্যালায়েন্স আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, কূটনৈতিক মহল ইউনূস স্যারকে বিষয়টি ভালোভাবে জানাচ্ছে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাই যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট দেশের সরকারপ্রধানদের সঙ্গে যোগাযোগ করে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিন।
নাসীরুদ্দীন আরও বলেন, যখন যমুনার সামনে গিয়ে অবস্থান নেয়া হয় বা মন্ত্রণালয়ের সামনে প্রতিবাদ করা হয়, তখনই সরকার গুরুত্ব দেয়। কিন্তু প্রবাসীরা যখন গণমাধ্যমে কথা বলেন, তখন তাদের কষ্ট গুরুত্ব পায় না। আমরা চাই, নতুন বাংলাদেশের যাত্রা হোক এই কারাবন্দি প্রবাসীদের মুক্তির মধ্য দিয়ে।
প্রবাসীদের স্বজনদের কষ্ট বোঝার আহ্বান জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ না থাকায় অনেক সাহসী বাঙালি প্রতিবাদ করায় আটক হয়েছেন। অভ্যুত্থান-পরবর্তী সময়ে অনেকে গ্রেফতার হন। গত কয়েক মাস ধরে তাদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।
এ সময় সম্প্রতি হওয়া শুল্কচুক্তির বিষয়টি জনগণের সামনে প্রকাশ করার আহ্বানও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
আপনার মতামত লিখুন :