মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রধর্মী এক সচেতনতামূলক অনুষ্ঠান। মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, বাল্যবিবাহ ও স্মার্টফোনে আসক্তির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা শপথ নিয়েছেন এসব থেকে দূরে থাকার।
সোমবার (৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রায় ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এ শপথ অনুষ্ঠিত হয়। টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর মৌলভীবাজার জেলা শাখা এই আয়োজন করে।
শপথ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, বাল্যবিবাহ ও স্মার্টফোনে আসক্তির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেন।
পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুলসী রানী সরকার। বক্তব্য দেন মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মাহিয়া আক্তার। উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি তালহা আমীন, সহসভাপতি জিয়াদ, সহসভাপতি আমিনা রামিম, সাধারণ সম্পাদক নূর-ঈ সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক তাসফিক, সাংগঠনিক সম্পাদক ইফতি, সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদ, অর্থ সম্পাদক তানজিল ও আকিব প্রমুখ।
সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা, সবসময় সত্য কথা বলা, কখনও মাদক না সেবন করা এবং ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিয়ে না করার শপথ করান।
বিকেলে জেলা শহরের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় ক্ষুদে শিক্ষার্থীরাও চারা হাতে নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শপথ নেয়।
প্রসঙ্গত, ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ গত ১৪ বছরের বেশি সময় ধরে দেশের ৬৪ জেলার বিভিন্ন স্কুল ও কলেজে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। সংগঠনটির সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সংগঠনটির তথ্য অনুযায়ী, তারা এখন পর্যন্ত ৪৩ লাখ শিক্ষার্থীকে সচেতন করেছেন এবং ৬ লাখেরও বেশি গাছের চারা বিতরণ করেছেন। এ ছাড়া, মাদকবিরোধী কর্মসূচি, বাল্যবিবাহ রোধ, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :