মৌলভীবাজারে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের সম্মানে মিলনমেলা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইয়ামীর আলী, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জুলাই আন্দোলনের সহযোদ্ধা মো. সাহাব উদ্দিন বাবলু, সজীব হাসান, কাজী মনজুর ও তানজিয়া শিশিরসহ আরও অনেকে।
আলোচনাসভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :