মৌলভীবাজার সদর উপজেলার শহরতলী হিলালপুরে অবস্থিত হযরত শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক পৌর মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ আশরাফ মাহমুদ। এ ছাড়াও বক্তব্য রাখেন অভিভাবক সদস্য অসিত রঞ্জন পাল।
প্রধান অতিথির বক্তব্যে মো. ফয়জুল করিম ময়ূন বলেন, চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এ-প্লাস অর্জন করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক। প্রাচীন ও ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফল মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, ‘এসএসসি পরীক্ষার আগে টেস্ট ও প্রি-টেস্ট পরীক্ষায় যারা অকৃতকার্য হয় তাদের পাস করাতে তদবির করা একটি অত্যন্ত ক্ষতিকর প্রবণতা। এমন অনৈতিক চাপ প্রয়োগ বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়নের মাধ্যমেই তাদের এগিয়ে নিতে হবে।’
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের পাশাপাশি ঘরে তারা লেখাপড়ায় মনোযোগ দিচ্ছে কি না সে বিষয়েও নজর রাখা জরুরি।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন