ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

আজ ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাগপা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৯:১৭ এএম
ভারতীয় দূতাবাস। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বুধবার (৬ আগস্ট) ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় ঢাকার মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে এই কর্মসূচির নেতৃত্ব দেবেন জাগপার সহ-সভাপতি ও দলের মুখপাত্র রাশেদ প্রধান।

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে পল্টনে এক সংবাদ সম্মেলনে জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এ কর্মসূচি ঘোষণা করেন।

রাশেদ প্রধান  বলেন, ভারত সরকার খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এক বছর ধরে আশ্রয় দিচ্ছে। তাই আমরা বুধবার ভারতীয় দূতাবাস ঘেরাও করে আমাদের সুস্পষ্ট দাবি জানাব।

তিনি বলেন, আমাদের দাবি হচ্ছে, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। আমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকারী দেশপ্রেমিক জনগণকে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।

তিনি সব দেশপ্রেমিক নাগরিককে কর্মসূচি সফল করতে আহ্বান জানান। পাশাপাশি কর্মসূচির সময় কোনো প্রকার নাশকতা এড়াতে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। 

এ সময় দূতাবাস ঘেরাও কর্মসূচির কারণে গুলশান এলাকায় যানজট সৃষ্টি হতে পারে এমন আশঙ্কার কথা তুলে আগাম দুঃখও প্রকাশ করেন তিনি।